কারো জানা থাকলে বলবেন।
শেয়ার করুন বন্ধুর সাথে
FoyEz00

Call

১.সবাই স্বর্গে যেতে চায়।
তাহলে কেউই মরতে চায় না কেন?
২. সাঁতার যদি ভালো ব্যয়াম হয়,

তাহলে নীল তিমি এত মোটা কেন?
৩. আমাদের দেশের সংবিধান
অনুযায়ী সবারই FREE SPEECH এর অধিকার
আছে। তাহলে ফোনের বিল দিতে হয়
কেন আমাদের?
৪.টাকা যদি গাছেই না ধরে,
তাহলে ব্যাংকগুলোর এত
শাখা থাকে কেন?
৫.পিৎজা আকারে গোল, কিন্তু
এগুলো চারকোনা বক্সে আসে কেন?
৬.আঠা এর বোতলের গায়ে লেগে যায়
না কেন?
৭.আলোর গতি আমাদের জানা আছে।
অন্ধকারের গতি কত?
৮. টম অ্যান্ড জেরি কার্টুনটি শুরু
হওয়ার
সময় সিংহের গর্জন দেখায় কেন?
৯. মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়
'শাট
আপ'। কিন্তু কম্পিউটারের
ক্ষেত্রে 'শাট
ডাউন' কেন?
১০.বেশির ভাগ গাড়িতে সর্বোচ্চ
গতিসীমা দেওয়া হয় ১৩০
কিলোমিটার।
তাহলে রাস্তায় ১৩০ কিলোমিটার
বেগে চালানো আইনত দণ্ডনীয় কেন?
১১. অ্যাম্বুলেন্স
যদি রোগী আনতে যাওয়ার
পথে কোনো মানুষকে অ্যাক্সিডেন্ট
করে, তাহলে তারা তখন কী করে?
১২. কপিরাইট চিহ্নটার কপিরাইট
কার?
১৩.যদি প্লেনের ব্ল্যাকবক্স প্লেন
ক্র্যাশে নষ্ট না হয়, তাহলে ওই
উপাদান
দিয়ে পুরো প্লেনটাই বানানো হয়
না কেন?
১৪. মাছদের কি পিপাসা পায়?
১৫.জেব্রাদের গায়ে কি কালোর ওপর
সাদা দাগ কাটা, নাকি সাদার ওপর
কালো?

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আছে তা হল। 


1. What মানে কি ? 

2. I dont know ?


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ