শেয়ার করুন বন্ধুর সাথে

কোরআনে উল্লেখিত সাত আসমান আর সনাতন ধর্ম মতে সপ্ত স্বর্গ এক নয়। কোরআনের যে আয়াতে সাত আসমানের উল্লেখ রয়েছে আমি সে আয়াতটা নিম্নে তুলে ধরলাম। الله الذي خلق سبع سموت ومن الأرض مثلهم আল্লাহ তা'আলা ইরশাদ করেন: আল্লাহ হলেন তিনি যিনি সপ্ত আসমান এবং সপ্ত জমিন সৃষ্টি করেছেন। আর যারা কোরআনের বিধানাবলী মেনে চলবে তাদের জন্য আল্লাহ্ আটটি স্বর্গ বা বেহেশ্ত তৈরী করে রেখেছেন। সুতরাং স্বর্গ সাতটি নয় বরং স্বর্গ হলো আটটি। তাদের নামগুলো হলোঃ ১.আদন ২.খুলদ ৩.নাঈম ৪.মাওয়া ৫.দারুস সালাম ৬.দারুল কারার ৭.দারুল মাকাম ৮.জান্নাতুল ফেরদৌস। পুরাণ অনুসারে ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বাংশ সাতটি লোক বা জগতের সমন্বয়ে গঠিত। পর্যায়ক্রমে এগুলি হচ্ছেঃ ভূলোক (পৃথ্বীলোক বা পৃথিবী), ভুবর্লোক, স্বর্লোক, মহর্লোক, জনলোক, তপোলোক এবং সবার ঊর্ধ্বে সত্যলোক বা ব্রহ্মলোক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ