শেয়ার করুন বন্ধুর সাথে
Jobedali

Call

বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের অন্যান্য বিভাগের তুলনায় মেধাবী হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। আমাদের ব্লগ ইমেইলে ইতিমধ্যে অনেকেই মেইল করেছেন আমরা কমার্স এবং আর্টসের স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়ে আর্টিকেল লিখেছি কিন্তু সাইন্সে পড়ে কি হওয়া যায় সেই বিষয়ে কোন আর্টিকেল লিখিনি কেন? তাই আপনাদের এই আবদার ও ভালোবাসার কথা চিন্তা করে এখন আমাদের এই আর্টিকেল, আশাকরি সম্পূর্ণ আর্টিকেল মনোযোগ দিয়ে পড়বেন.... সাইন্সে পড়ে কি হওয়া যাবে (০১) সাইন্সে পড়ে ক্যারিয়ার কি? উত্তরঃ প্রথমত বিজ্ঞান বিভাগে যারা পড়ে,তাদের মধ্যে ৯৫% ছাত্রছাত্রীদের স্বপ্ন থাকে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার। তবে আমরা সাইন্সের ক্যারিয়ার বলতে ডাক্তার,ইঞ্জিনিয়ার বুঝে থাকি। আর কোনক্রমে যদি আপনি এসএসসি বা এইচএসসিতে ৪.৮০ এর নিচে জিপিএ পেয়ে যান,তাহলে আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন এখানেই বিষর্জন দিতে হবে। তখন আপনাকে ছুটতে হবে বিসিএস এর প্রিপারেশনের পেছনে। বিসিএস সাইন্স,আর্টস,কমার্স সহ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ডিগ্রিতে পড়া ছাত্রছাত্রীও বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। (০২) যাদের সাইন্সে পড়া উচিৎ? উত্তরঃ প্রথমত যারা গনিতে ও বিজ্ঞানে খুবই মেধাবী তাদের অবশ্যই সাইন্সে পড়া উচিৎ বলে আমরা মনে করি। (০৩) সাইন্সে পড়ে কি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া আর কিছু হওয়া যায়না? উত্তরঃ যাবেনা কেন!! অবশ্যই যায়। আপনি এইচএসসি'র পর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কমার্স ও আর্টসের গ্রুপে পরীক্ষা দিতে পারবেন। আপনি চাইলে বিশ্ববিদ্যালয় জীবনে একাউন্টিং, ফিন্যান্স,মার্কেটিং,ম্যানেজমেন্ট, আইন,অর্থনীতি ইত্যাদি বিষয় নিয়ে পড়তে পারবেন। তবে যদি কমার্সের বিষয়গুলা নিয়ে পড়েন,সেখানে আপনাকে অনেক বেগ পেতে হবে। কারন কমার্সের অংকগুলা আপনি প্রাথমিক অবস্থায় বুঝতে অনেক বেশি কষ্টকর হবে। (০৪) সাইন্সে পড়তে অতিরিক্ত যোগ্যতা আর কি কি লাগে? উত্তরঃ আপনি যদি সাইন্সে পড়তে চান,তাহলে আপনার মেধার পাশাপাশি অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। ঘন্টার পর ঘন্টা পড়ার টেবিলে বসে থাকতে হবে। আর আপনার পারিবারিক আর্থক অবস্থা ভালো হতে হবে। পারিবারিক আর্থিক অবস্থা ভালো না হলে আপনি সাইন্সে পড়ে বেশিদূর অগ্রগতি করতে পারবেন না। (০৫) কখন বিজ্ঞান বিভাগ ছেলে অন্য বিভাগে যাওয়া উচিৎ? উত্তরঃ যখন দেখবেন আপনার জিপিএ কম এবং বিজ্ঞান বিভাগের বিষয়গুলা বুঝতে বা ক্ষাপ খেতে আপনাকে বেগ পেতে হচ্ছে ঠিক তখনই আপনি সাইন্স থেকে সরে যাওয়া উচিৎ বলে বলে করছি। আপনি চাইলে এসএসসি'র পর অথবা এইচএসসি'র পর বিভাগ পরিবর্তন করতে পারবেন। সাইন্স আর্টস(মানবিক) বা কমার্স আপনি যে বিভাগেই পড়েন না কেন, আপনার মধ্যে যদি সর্বোত্তম মেধা ও ধৈর্য থাকে তবে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। তবে আমার মতে যাদের উপরোক্ত গুনগুলা আছে তাদের অবশ্যই সাইন্সে পড়া উচিৎ। আর যাদের মেধা সল্পতা আছে তাদের আর্টস বা কমার্সে পড়া উচিৎ। তবে অনেকেই আবার ভালো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তির লোভে আর্টসে পড়ে থাকে!! ভুলেও এই ভুল করবেন না। আপনার পর্যাপ্ত মেধা থাকা স্বত্তেও যদি আপনি আর্টসে পড়ে থাকেন শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বার্থে,তাহলে এর চেয়ে বড় বোকামি আর কিছু হতে পারেনা। কারন আপনি হয়তোবা নিজেকে পাবলিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট হিসেবে নাম ফুটানোর জন্য বা পাবলিক বিশ্ববিদ্যালয় সিল সংবলিত টি-শার্ট পরে ঘুরে বেড়ানোর জন্য আর্টসে পড়ছেন। কিন্তু চার বছর পর আপনাকে বিসিএস বা সরকারী চাকরির পেছনে দৌড়াতে হবে। আর্টসে প্রফেশনাল বিষয় শুধুমাত্র "আইন" বা ল। আপনি যদি আর্টস থেকে ল তে পড়তে পারেন,তাহলে আপনার আর্টসে পড়া স্বার্থক হবে। বাংলাদেশে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় মিলিয়ে আইন বিভাগের আসন খুবই সল্প!!!! সুতরাং চার বছর পাবলিক বিশ্ববিদ্যালয় টি-শার্ট পরার লোভে,নিজের জীবনের সুন্দর সময়কে বিষর্জন নিয়ে আর্টসে পড়তে যাবেন না। বরং আপনি কমার্সে পড়তে পারেন। কারন বিবিএ'র প্রতিটি বিষয় ডিমান্ডিং। এক্ষেত্রে আপনার বিসিএস বা সরকারি চাকরির পেছনে বাধ্যতামূলকভাবে দৌড়াতে হবেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ