আজ থেকে ১৫ দিন আগে আমার কোষ্ট্যকাঠিন্য ছিল,টয়লেট করার সময় জোরে চাপ দেওয়াতে আমার মলদ্বার জ্বলে উঠে , এরপর নিয়মিত পায়খানা করার সময় মলদ্বারে জ্বলে পায়খানা নরম হলেও জ্বলে এক্ষেত্রে কি করব
শেয়ার করুন বন্ধুর সাথে
বিভিন্ন কারণে পায়ুপথে চুলকানি বা জ্বালাপোড়া হতে পারে। সবচেয়ে বেশি যেসব কারণে এ সমস্যা হয়, সেসব কারণ হলো মৃদু ব্যথা,, সংক্রমন, পায়ুপথে ছত্রাক পাইলস এবং ক্যান্সার হলে, তাই পরিক্ষা করে সঠিক টিট্রমেন্ট নিতে হবে, তাই দ্রুত একজন মেডিসিন বিশেষজ্ঞ এর কাছে জান,
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ