Evally আসলে কেমন ?? একটা পন্য কিনলেই ১০০% ফেরত মানে ২০০০টাকার পন্য ২০০০টাকাই ফেরত। এক কথায় ফ্রি আবার ২,৯৯,০০০ টাকার বাইক ৫০% ফেরত মানে ১,৪৯,৫০০ টাকা ফেরত। তাহলে এখানে Evally কেমনে লাভ করতেসে। নাকি Evally এর মানুষরাই মানুষকে বোকা বানাচ্ছে। বেশির ভাগ মানুষই বলে প্রোডাক্ট হাতে পেলাম না, কিংবা ৬০/৭০ দিন লাগে!! প্লিজ কেও কনফিউশন টা দূর করে দেন। আসলে Evally তে কিছু ক্রয় করা কি সহজ,লাভ,নাকি প্রতারণা কিংবা হয়রানির শিকার হতে হবে না তো।


Share with your friends
Ovictg99

Call
ধরুন Evally সাইক্লোন ১ এ ৫০ কোটি টাকার অর্ডার পেল। ক্যাশব্যাক হিসাব করলাম ধরেন ১০ কোটি। তারমানে কিন্তু মোটামুটি ৫০ কোটি ক্যাশ ওদের হাতে আর কাস্টোমারদের কাছে ১০ কোটি তাও আবার নাম্বার ফরম্যাট এ। মানে এটা রিডিম করার আগে এর কোন ভ্যালু নাই। এবার ইভ্যালি হচ্ছে বাল্ক ওরডার গুলা পারচেস করবে লাইক ইয়ামাহা অথবা স্যামসাং এর কাছ থেকে ১০ কোটির মাল কিনবে ৬/৭ কোটিতে কারন বাল্ক আকারে কিনলে কোম্পানিগুলো বড় ধরনের ছাড় দিতে পারে এবং শোরুম খরচ গোডাউন খরচ এসব কিছুই নাই। এসব হিসাব করলে ১.৫ লাখের বাইক চলে আসে ১ লাখ ১০ এর কাছাকাছি। এই সাইক্লোন ১ এর মাল ডেলিভারি দিতে দিতে চলে আসবে সাইক্লোন ২। এই ১ মাস ৫০ কোটি ইভ্যালি ব্যাংকে ফিক্সড ডিপোজিট রেখে আরো কিছু ক্যাশ ইনকাম করে ফেলবে। সাইক্লোন ২ তে আবার নতুন অর্ডার পড়বে। আবার ইভ্যালির কাছে ক্যাশ চলে আসবে। ইতিমধ্যে কিছু কাস্টোমার সাইক্লোন ১ এর প্রোডাক্ট পাবেনা ওদের টাকা আবার দিয়ে দিবে ইভ্যালী। এবার হিসাব করেন ওদের হাতে ক্যাশের ফ্লো বজায় থাকছেই। ব্যাপারটা আমাদের দেশের গার্মেন্টস ফ্যাক্টরি গুলার মত। ব্যাংকের থেকে লোন নিয়ে বিজনেস করে ইনকাম করবে। প্রফিট থেকে ব্যাংকের টাকা দিয়ে আবার নতুন করে লোন নিয়ে নেক্সট লটের জন্য কাজ শুরু করবে। ক্যাশ ফ্লো থাকছেই। ইভ্যালিও অনেকটা এই ভাবেই কাজ করে।।। আর যদি কখনো আলিবাবা অথবা এমাজান বাংলাদেশে আসে, ইভ্যালি খুব সহজে মার্জ হয়ে যাবে তাদের সাথে। মোট কথা লস নাই ইভ্যালির। পরিশেষে একটা মেটাফোর দেওয়া যায়, ইভ্যালি একটা বড়সড় পিজার মত। একপাশ থেকে খেয়ে খেয়ে কমিয়ে ফেললেও আরেক পাশে ক্রমাগত নতুন নতুন স্লাইস এড হচ্ছে। এবং পিজার আকার ক্রমাগত বড় হচ্ছে ।।
Talk Doctor Online in Bissoy App