আসসালামু আলাইকুম।। আশা করি সবাই ভাল আছেন। বিস্ময় এ এটাই আমার প্রথম পোষ্ট। তাই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।  

পোস্টের টাইটেল দেখে বুঝে গেছেন যে আজ আমি কি নিয়ে কথা বলব। হ্যা আজ আমরা এনড্রয়েড ফোনের সেরা ফাইল ম্যানেজার আ্যপ সম্পর্কে বিস্তারিত জানব। এর অসাধারণ কিছু ফিচার সম্পর্কে জানব। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।  

আমরা যারা এনড্রয়েড ফোন ব্যাবহার করি তাদের অনেকেই চাই যে আমাদের ফাইল ম্যানেজার অ্যাপটি হোক সহজে ব্যাবহারের উপযোগী ও উন্নত ফিচারসম্পন্ন।  

কিন্তু অনেকেই জানেন না যে কোন ফাইল ম্যানেজার অ্যাপটি আমাদের সেই চাহিদা মেটাতে পারবে। আজ এই আর্টিকেলে আমরা তেমনই একটি অ্যাপ নিয়ে কথা বলব।

অ্যাপটির নাম ES File Explorer...

 

অনেকে হয়তো এর ব্যাপারে শুনেছেন কিংবা ব্যাবহারও করছেন।  যদি এর ব্যাপারে না জানেন তো সম্পুর্ন আর্টিকেল পড়ার অনুরোধ রইলো। আশা করি এর পর আর ফাইল ম্যানেজিংয়ে কোনো সমস্যা হবে না। তো চলুন এই এপ্লিকেশনটির ব্যাপারে জেনে নেই।

ES File Explorer এপ্লিকেশনটি ES Global এর একটি ফাইল ম্যানেজিং সফটওয়্যার।  নিচে এর ফিচারস দেয়া হল।

ইন্টারফেস: এপ্লিকেশনটিতে প্রবেশ করার সাথে সাথেই স্টোরেজের শর্টকাট, মিউজিক, মুভি, অ্যাপ, ইমেজ, নোট এডিটর,  ক্লিনার, সহ আরও অনেক শর্টকাট। এখান থেকে খুব সহজেই আপনার কাংখিত অপশন বেছে নিতে পারেন।  

স্পেস এনালাইজার: এই এপ্লিকেশনটিতে রয়েছে অসাধারণ স্পেস এনালাইজিং ফিচার। এর মাধ্যমে আপনি খুব সহজে জানতে পারবেন কোন ধরনের ফাইল  আপনার স্টোরেজের কতটুকু জায়গা দখল করে আছে। এবং ঐ ধরনের ফাইল গুলোকে খুব সহজেই চিহ্নিত করে ডিলিট কিংবা অন্য জায়গায় মুভ করতে পারবেন।  

মিডিয়া প্লেয়ার: ES File Explorer এপ্লিকেশনটিতে রয়েছে একটি বিল্ট-ইন মিডিয়া প্লেয়ার। এটি এন্ড্রয়েড ফোনে সাপোর্টেড  সকল ফর্মেটের অডিও ও ভিডিও ফাইল প্লে করতে পারে। পাশাপাশি প্লেলিস্ট থেকে আপনার কাংখিত মিডিয়া ফাইল টি প্লে করতে পারবেন।  

এপ্লিকেশন ম্যনেজিং: এই এপ্লিকেশনটি ব্যবহার করে আপনি খুব সহজে ফোনের সকল apk ফাইল দেখতে পারবেন। পাশাপাশি ইউজার এপ্লিকেশন,  ফোন মেমোরিতে ইনস্টলড এপ্লিকেশন,  মেমোরি কার্ডে ইনস্টলড এপ্লিকেশন,  সিস্টেম এপ্লিকেশন, ব্যাকআাপ কৃত এপ্লিকেশন গুলো আলাদা ভাবে দেখতে পারবেন। এছাড়া প্লে-স্টোর থেকে ইনস্টল করা এপ্লিকেশনের ব্যাকআপ করে তা মেমোরিতে সেইভ করতে পারবেন।  কোনো নির্দিষ্ট এপ্লিকেশনের অভ্যন্তরীন কন্টেন্ট দেখতে পারবেন। এছাড়াও রয়েছে আরও অনেক কিছু।  

ইমেজ ভিউয়ার: এই এপ্লিকেশনটির বিল্ট-ইন ইমেজ ভিউয়ার ব্যবহার করে যেকোনো ইমেজ দেখা,  স্লাইড সো আকারে দেখতে পারবেন।  

ক্লিনার: ক্লিনার ব্যবহার করে আপনার ফোনের জাংক ফাইল, টেম্পোরারি ফাইল সহ অপ্রয়োজনীয় সব ফাইল ডিলিট করতে পারবেন। এতে আপনার ফোনের গতি কিছুটা বাড়বে।

নোট এডিটর: নোট এডিটর ব্যবহার করে সকল টেক্সট ফরম্যাটের ফাইল ওপেন করে তা প্রয়োজন মতো এডিট করতে পারবেন।  এছাড়াও নতুন টেক্সট ফরম্যাটের ফাইল তৈরি করতে পারবেন।  

ইএস সেন্ডার: আমরা প্রায় সকালেই shareit এপ্লিকেশনের নাম শুনেছি। এই একই কাজ ইএস সেন্ডার দিয়ে করা যায়। ES file explorer এর বিল্ট ইন ফাইল শেয়ারিং ফিচারের মাধ্যমে আপনি  ওয়াইফাই হটস্পট  দিয়ে দ্রুত গতিতে অন্য ইএস ইউজারের কাছে যেকোনো টাইপের ফাইল পাঠাতে পারবেন।  

রিসাইকেল বিন: অবাক হচ্ছেন? হ্যা। এই এপ্লিকেশনটি দিয়ে আপনি ডিলিটকৃত সকল ফাইল রিকভার করতে পারবেন। ঠিক আপনার কম্পিউটারের মতো।  

সিকিউরিটি: এই এপ্লিকেশন এর মাধ্যমে আপনি খুব সহজে যেকোনো টাইপের ফাইল পাসওয়ার্ড দিয়ে লক করে তা সিকিউর করতে পারবেন। আপনি চাইলে পুরো একটি ফোল্ডারও লক করতে পারবেন।  

ইএস সুইপ:  এটি এই এপ্লিকেশনটির অসাধারন ফিচার গুলোর একটি। একে আপনি এপ্লিকেশন শর্টকাটও বলতে পারেন। এখানে আপনি খুব সহজে আপনার প্রিয় এপ্লিকেশন এড করতে পারবেন। এটি অনেকটা কম্পিউটারের টাস্কবারের মতো কাজ করে। এছাড়া এখান থেকে ফোনের ব্রাইটনেস এডজাস্ট, ওয়াইফাই, ব্লুটুথ, মোবাইল ডাটা, সার্চ,অটো রোটেট ইত্যাদি কন্ট্রোল করার সুবিধা উপভোগ করতে পারবেন।  

এছাড়াও এই ফাইল ম্যনেজার এপ্লিকেশনে রয়েছে ফাইল কম্প্রেশন ও ডিকমপ্রেসন সুবিধা। আপনি চাইলে আপনার এই এপ্লিকেশনটি লকও করতে পারবেন যাতে অন্য কেউ প্রবেশ করতে না পারে।

এছাড়াও রয়েছে আরও অনেক কিছু।

এবার জানা যাক একে কিভাবে ডাউনলোড করবেন।  আগেই বলে রাখি আপনি এই এপ্লিকেশনটি প্লে স্টোরে পাবেন না। তাই নিচের লিংকে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন।

m.apkpure.com/es-file-explorer/com.estrongs.android.pop/amp

তো এই ছিল আজকের ব্লগ। এতক্ষণ ধৈর্য্য ধরে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি ছোট্ট কমেন্ট করে পরবর্তী ব্লগ লেখার জন্য উৎসাহ দিবেন। ধন্যবাদ


শেয়ার করুন বন্ধুর সাথে