Unknown

Call

হ্যা বুঝবে, কারন তার যদি ব্রডব্যান্ড লাইন ১ এমবিপিএস হয়। তাহলে সে পাবে ১২৮ Kb/s, আর ৫১২ Kb/s হলে পাবে ৬৪ Kb/s শুধু গুগল থেকে ডাউনলোড স্পিড।আর সে সবসময় যে স্পিডে চালায় , কখন যদি ব্রাউজ করার সময় লোডিং হয় অথবা ডাউনলোড স্পিড কম হয় তাহলে সে চেক করতে পারে যে তার Wifi কেউ চালাচ্ছে কি না। তখন Router Open করলে যারা যারা চালাচ্ছে তাদের মোবাইল হক বা লেপটপ , IP Address Show করবে। তখন তিনি বুঝতে পারবে তার Wifi কে কে চালাচ্ছে।সে ক্ষেত্রে যদিও  Password আপনি জানেন । কিন্তু তিনি যদি Password Change করে তাহলে কিন্তু আর আপনি Wifi চালাতে পারবেন না।তবে আপনি যে তার password জানেন সেটা বুঝবে না। আর তিনি যদি আপনার IP Address Block করে দেয় তাহলে আপনি চালাতে পারবেন না (যতক্ষণ না পর্যন্ত Unblock করবে )। আশা করি আপনি বুঝতে পেরেছেন, ভুল হলে ক্ষমা করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ