আপনার ফেসবুকের ইমেল ও পাসওয়ার্ড দিয়ে দিলেও কেউ তা লগ-ইন করতে পারবে না
.
ফেসবুকের ইমেল ও পাসওয়ার্ড দিয়ে দিলেও কেউ তা লগ-ইন করতে পারবে না আজকের পোষ্ট যারা না জানেন তাদের জন্য আজ আমি আপনাদের এমন একটা ট্রিকস শেখাবো যে আপনি আপনার ফেসবুকের Email Number এবং Password দিয়ে দিলেও কেউ আপনার আইডি হ্যাক করতে পারবে না… মজার না?? চলুন শুরু করা যাক….
.
১. প্রথমে আপনি আপনার ফেসবুকে login করে Settings and Privacy তে যান
.
২. তারপর Security তে যান
.
৩. এবার আপনি Login Approvals On => Enable করুন। Enable এ click করলে আপনার মোবাইল নাম্বার চাইবে। দিয়ে দিন।
.
৪. এবার আপনি যে নাম্বার তাতে
দিছেন,সেই নাম্বারে একটা সিকিউরিটি কোড যাবে,কোডটা দিয়ে সাবমিট করুন তাহলেই কাজ শেষ। এখন আপনি ছাড়া কেউ আর আপনার আইডিতে login করতে পারবে না।
.
কারণ Email Number আর
Password দিয়ে login করলে ১টা সিকিউরিটি কোড চাইবে,আর তা আপনার দেওয়া ঐ নাম্বারে কোডটা যাবে। আর কোডটা ছাড়া কেউ login করতে পারবে না....
#ধন্যবাদ_ভাল লাগলে সবাই শেয়ার করুন।।


শেয়ার করুন বন্ধুর সাথে