কোকিল মূলত ডাকে তার সঙ্গীকে মিলনের জন্য আহ্বান করতে। কিছু প্রাণী আছে যেগুলোর seasonal oestrous cycle মেনে চলে। অর্থাৎ বছরের নির্দিষ্ট সময়েই শুধু মিলন হয়। কোকিলের জন্য সময়টা বর্ষাকাল। মিলনেন জন্য সঙ্গীকে আকর্ষণ করার জন্য কোকিল ডেকে থাকে। খেয়াল করেছেন কিনা জানিনা, আপনি যদি কোকিলকে ভাঙিয়ে ডাকতে পারেন, দেখবেন ওর ডাকার হারটা বেড়ে যায়। কেন জানেন? ও ভাবে তার স্ত্রীর প্রতি আপনিও দূর্বল এবং তাকে আকর্ষণের চেষ্টায় আছেন। তাই সে আরো বেশি ডাকে।

কোকিল সম্ভবত নিঃসঙ্গচারী, পুরুষরা প্রায়শ অতিশয় আকর্ষণীয় এবং ডাকে উচ্চস্বরে, সুরেলা কণ্ঠে, এমনকি রাতেও; অথচ স্ত্রীরা থাকে আড়ালে, ডাকে ভিন্নভাবে, এমনকি ডাকেও না। এজন্য বাংলাদেশের বহুদৃষ্ট কোকিলকে (Common Hawk Cuckoo) অনেক সময় প্রলাপী পাখি (brainfever bird) বলা হয়। [1]

সচলায়তনে কাক-কোকিল সমাচার পড়ে দেখতে পারেন।

 

এখান থেকে নিয়েছি

https://bn.quora.com/%E0%A6%95%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BF-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%A7%E0%A7%81-%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ