শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

চাঁদ আর সূর্য এদুটোর আবিষ্কারের কোন তথ্য নাই।

কারন মানুষ সৃষ্টি থেকেই এ দুটো দেখে আসছে। তাই নতুন ভাবে আবিষ্কার করা হয়নি।

কিন্তু এদের নিয়া গবেষনার দিক দিয়া কেপলার ও টলেমীর কথা জানা যায় যিনি এদের গতিপথ নিয়া গবেষনা করেছেন। আর ১৯৬৯ সালে নাসার ৩ জন নভোচারী নীল আম্রস্ট্রং, এডুইন অল্ড্রিন, মাইক কলিনস চাঁদে যান, এর মধ্যে প্রথম দুজন চাদের পৃষ্ঠে নামেন। এটাকে আবিষ্কার বলতে পারেন আলাদাভাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ