আমার মাঝে মাঝে ঘুমের সময় মস্তিষ্ক আমাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করে৷ আমি নিজেও সেটা টের পাই ও উঠে যাওয়ার চেষ্টা করি৷ কিন্তু আমার শরীর তখন পুরো অচল থাকে। মস্তিস্কের সংকেত সত্তেও উঠতে চায় না৷  নড়তেও পারি না৷ আর শ্বাস নিতেও সমস্যা হয় তখন।৷ অনেক কষ্টে ৪/৫ বার ওঠার চেষ্টার পরে উঠতে পারি,  তখন শ্বাস ও দ্রুত নেওয়া শুরু হয়।৷এই সমস্যার নাম কারন ও সমাধান থাকলে বলবেন দয়া করে।  


শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

আপনি একজন মনরোগ বিশেষজ্ঞ চিকিৎসক এর কাছে যান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ