অভিযোগ হীন

                                                   মোক্তার হোসেন ছোটন

এক খন্ড মেঘ এসে,

আড়াল করে দিক আমার সমস্ত আলো...

আর আমি যেন, বিষন্ন অন্ধকারে হাতরিয়ে মরি।

আলো হীন অন্ধকারে...!

 

আমার কোন অভিযোগ নেই,এই ধর বিন্দু মাত্র।

অতপর আমি ও অভিযোগের মুখ্যাপেক্ষি,

তোমার অভিযোগের কাছে।

শেষে দেখবে আমিও নিঃউত্তর,নির্বিকার।

আন্ধাকার আমায় ঘিরে রাখবে,

আসক্ত ভাবনায়।

অতঃপর আমায় তুমি পাবে,

এক খন্ড অন্ধকার মেঘের ছায়ায়,

অভিযোগ হীন।


শেয়ার করুন বন্ধুর সাথে