F.Rahman

Call

একটা সময় ছিল যখন ডাক্তার এবং ঔষধ অতটা সহজলভ্য ছিল না। আমি ষাট এর দশকের কথা বলছি । তখন জ্বর হলে মাথায় পানি/জল ঢালা হতো। আর এলকালাইন একটা মিক্চার"sioalkali "নামে পাওয়া যেত ,গ্রামের চিকিৎসক তাই দিতেন তা খেয়ে রোগী ভালো হয়ে যেতো ।তখন প্যারাসিটামল চালু হয় নি। বেশি দিন আগের কথা না আমাদেরকে ফার্মাকোলজি ক্লাসে কারমিনেটিব,এলকেলি মিক্চার ,পালভ এপিসি। ইত্যাদি তৈরী করা শেখানো হয়েছে ।মজার কথা হলো চাকরি জীবনের শুরুতে আমাদের শুধু সালফাডাইজিন,এপিসি পালভ,(পাউডার এর পুরিয়া) আমি নিজে ব্যবহার করেছি। তখন এমপিসিলিন সবে চালু হয়েছে। এরপরে মোটামুটি বলতে হয় ঔষধের জগতে বিপ্লব হয়ে গেল । আপনার প্রশ্নের উত্তর বলি মানুষের শরীরের অনেক রোগের বলতে গেলে কোন চিকিৎসার প্রয়োজন হয় না। শরীরের প্রতিরোধ শক্তি বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সক্ষম । আবার কিছু রোগ আছে আমরা বলি " self limiting disease" অর্থাৎ কিছু সময়ের পরে ভাল হয়ে যায় । সাধারণ ফ্লু যেমন বলা হয়, চিকিৎসা করলে সাতদিন আর তা না হলে এক সপ্তাহে সেরে যায় ।শুভেচ্ছা রইলো ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ