শেয়ার করুন বন্ধুর সাথে
Mahadi

Call

জাতীয় স্মৃতিসৌধের সাত জোড়া দেয়াল স্বাধীনতা আন্দোলনের সাতটি ভিন্ন পর্যায় নির্দেশ করে। পর্যায়গুলো হলো: ১) ১৯৫২ সালের ভাষা আন্দোলন। ২) ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচন। ৩) ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন। ৪) ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন। ৫) ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন। ৬) ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং ৭) ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। এই সাতটি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করেই সৌধটি নির্মাণ করা হয়েছে। এই সাত সংখ্যাটি একটু অন্যভাবেও বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বায়ান্ন সালের ভাষা আন্দোলনকে স্বাধীনতা-সংগ্রামের ভিত্তি হিসেবে ধরা হয়ে থাকে। এই সালটির দুটি সংখ্যার যোগফল ৫+২ = ৭। আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন ১৯৭১ সালের মার্চ মাসের ৭ তারিখে। বাংলাদেশের বিজয় দিবস হচ্ছে ১৬ ডিসেম্বর। এই তারিখের দুটি সংখ্যার যোগফল ১+৬ = ৭। আবার ৭ দিয়ে বোঝানো হয়েছে মুক্তিযুদ্ধের ৭ জন বীরশ্রেষ্ঠকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ