শেয়ার করুন বন্ধুর সাথে

স্টেপ বাই স্টেপ বলছি

  1.  Settings  এ যাবেন
  2. Personal Information এ যাবেন
  3. Phone Number এ যাবেন
  4. Remove এ ক্লিক করে পাসওয়ার্ড চাইলে পাসওয়ার দিয়ে রিমুভ করে ফেলবেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

সহজ ভাবেই ফেসবুকে দেওয়া নাম্বার রিমুভ করতে পারবেন তবে ১ টা নাম্বার থাকলে, প্রথমত নতুন নাম্বার এড দিবেন তার পর অন্য নাম্বার টি রিমুভ করবেন।

  1. প্রোফাইলে যাবেন
  2. তার পর About এ যাবেন।
  3. একটু নিচে লক্ষ করুন মোবাইল এর পাশে ইডিট অপশনে ক্লিক করলেই বুঝতে পারবেন
  4. শেখানে রিমুভ অপশন পাবেন।

এছাড়ও সেটিংস অপশনের পার্সোনাল ইনফরমেশন এ পাবেন।

ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার প্রফাইলে জেয়ে সেটিং এ জান তাপর দেখবেন নিরাপত্তা সেটিং এ দেখবেন ফোন নাম্বার গোপন রাখার অপশন আছে সে খানে অনলি মি করে দিন তারপর আপনার নাম্বার আর কেও দেখতে পাবেনা ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ