Waruf

Call

সাধারনত পিসির হেডফোনে অডিও ও মাইক্রোফোন পোর্ট জ্যাক আলাদা, কাজেই দুটো থাকে। আর মোবাইলে এক পোর্টেই অডিও ও মাইক্রোফোন থাকায় একটি জ্যাক যুক্ত।

ফলে মোবাইলের হেডফোন পিসিতে চলেনা(কখনো কখনো এক সাইটের হেডফোন কিছুটা কাজ করতে দেখা যায় তবে অল্প ঢোকাতে হয়)

কাজেই দুটো ডিভাইসের জন্য একটি হেডফোন চাইলে অবশ্যই কনভার্টারসহ নিতে হবে। লজিটেক এর এমন হেডফোন রয়েছে। দোকানদারকে বলতে হবে মোবাইলে চালানোর জন্য কনভার্টার পয়েন্টসহ তাহলেই পাবেন।  

Talk Doctor Online in Bissoy App