Napa দিয়ে থাকে=জ্বর যে কোন ব্যথা,

Xyril 10 দিয়ে থাকে =এলার্জি,শর্দি,চুলকানি,উদ্বেক এর জন্য,

Gludex 0.5 দিয়ে থাকে=ব্রোঙ্কিয়াল হাঁপানি, স্থিতি হাঁপানি,রিউমাটয়েড বাত, গাউট, মারাত্মক অ্যালার্জি,চর্মরোগ, হাইপারপাইরেক্সিয়া, ব্যাক্টেরেমিয়া,টক্সেমেমিয়া, তীব্র অ্যাড্রিনোকোর্টিকাল অপ্রতুলতা,কর্টিসোস্টেরয়েড-প্রতিক্রিয়াশীল ডার্মাটোসগুলি,একজিমা, অ্যার্টিকারিয়া, সেরিব্রাল এডিমা,

Azithrocin 500mg দিয়ে থাকে=ব্যাকটেরিয়া সংক্রমণ,ইনপেকশন,জ্বর,ব্যাকটিরিয়া এন্ডোকার্ডাইটিস, টাইফয়েড জ্বর, কমিউনিটি-অর্জিত নিউমোনিয়া, জটিল গনোরিয়া, স্ট্রেপ্টোকোকাল ফ্যারিঞ্জাইটিস / টনসিলাইটিস, তীব্র ব্যাকটেরিয়াল সাইনোসাইটিস, তীব্র ওটিটিস মিডিয়া, জটিল ইউটিআই, জটিল গনোরিয়া,নন-গোনোকোকাল ইউরাইটিস, চ্যানক্রয়েড, অ্যাকিউট সালমোনেলোসিস, সার্ভিসাইটিস, বেবিসিওসিস, ক্ল্যামিডিয়াল ইনফেকশন, শ্রোণী প্রদাহজনিত রোগ, পিআইডি, ট্র্যাভেলার্স ডায়রিয়া,

ধন্যবাদ

বিষ্ময় এর সাথে থাকুন যে কোন সমস্যা সমাধানে বিষ্ময়ে প্রশ্ন করুন আশা করি সব সময় সঠিক উওর পাবেন,,

Talk Doctor Online in Bissoy App
Yakub Ali

Call

Napa 500 এটি Paracetamol গ্রুপের ঔষধ, এটি জ্বর, সর্দিজ্বর, মাথা ব্যথা, শরীরের অস্থিসন্ধিতে ব্যথা, দাঁতের ব্যথা, ইনফ্লুয়েঞ্জা, বাতের ব্যথা, মেরুদন্ড/ কোমর ব্যথা, প্রদাহ জনিত ব্যথায় সাজেস্ট করা হয়।

Xyril এটি hydroxyzine hydrochloride এটি এন্টিহিস্টামিন, এন্টি-ডিপ্রেশেন্ট হিসেবে কাজ করে, এছাড়াও এটি চুলকানি, হাঁচি, দীর্ঘস্থায়ী চুলকানি, ত্বকের অ্যালার্জি চর্মরোগে সাজেস্ট করা হয়।

Gludex 0.5 হলো Dexamethasone গ্রুপের ঔষধ, এটি বিভিন্ন সমস্যায় ডাক্তারগন সাজেস্ট করে থাকে, এটি একটি জীবন রক্ষাকারী স্টেরয়েড ঔষধ। এটি হাঁপানি, বাত, চুলকানি, ত্বকের সমস্যা, একজিমা, অ্যালার্জি, স্নায়ুতন্ত্র, শ্বসনতন্ত্র, পরিপাকতন্ত্রের সমস্যা, দীর্ঘস্থায়ী চর্মরোগ, মস্তিষ্কের সেরিব্রাল ইডিমা, সহ বিভিন্ন ধরনের সমস্যার ক্ষেত্রে প্রয়োজন বুঝে ডাক্তারগন এই ডেক্সামেথাসন সাজেস্ট করে থাকে, মুমূর্ষু রোগী ক্ষেত্রে ব্যবহার হওয়া সহ নির্দিষ্ট কোনো ঔষধ যদি ঐ রোগের ক্ষেত্রে কাজ না করে তাহলে সেটির কার্যকারিতা বাড়াতে এই ডেক্সামেথাসন স্বল্প সময়ের জন্য সাজেস্ট করা হয়।

Azithromycin এটি একটি অ্যান্টিবায়োটিক, এটি বিভিন্ন ধরণের সংক্রমণ ও প্রদাহে ব্যবহৃত হয় যেমনঃ নাক, কান গলার সংক্রমণ/টলসিল, সাইনোসাইটিস, নিউমোনিয়া/শ্বাসনালির সংক্রমণ, বৃক্ক, মূত্রনালী মূত্রথলির সংক্রমণ, পেটের সংক্রমণ/ডায়রিয়া, গনোরিয়া,জ্বর, ত্বকের সংক্রমণ, বিভিন্ন ধরণের যৌন সংক্রমণে ব্যবহৃত হয়।

Talk Doctor Online in Bissoy App