Call

শ্রীকৃষ্ণের জন্ম-কর্ম দিব্য, শ্রীকৃষ্ণ ত্রিগুণাতীত তাঁকে কর্মফল ভোগ করতে  
হয় না। শ্রীকৃষ্ণ স্ব-ইচ্ছায় জীব উদ্ধারের জন্য এই জগতে আবির্ভূত হন। কিন্তু জীবের জন্য তার অজ্ঞানতাবশতঃ হয়ে থাকে, সে তার কর্মফল ভােগ করবার জন্য একটি নির্দিষ্ট শরীর গ্রহণ করতে বাধ্য হয়ে থাকে। জীবকে এই জগতে জন্ম গ্রহণ করতে হলে পুরুষের শুক্রকে আশ্রয় করে তার কর্ম অনুসারে সেই প্রকার যােনী লাভ করতে হয়। জীবের কর্ম ত্রিগুণ ও মায়ার দ্বারা পরিচালিত হয়ে থাকে। সেইজন্য জীবকে তার কর্মফলভােগ করতে  
হয় । জীবের সমস্ত কর্ম ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হয়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ