Call

জড়দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সবরকমের জড়জাগতিক প্রচেষ্টা এবং সেই  
সঙ্গে সমস্ত প্রচেষ্টা লব্ধ ফলের বিনাশ ঘটে কিন্তু ভগবানের সেবায় মানুষ যে সমস্ত কাজকর্ম করে, তার ফলে সে আবার ভালােভাবে ভগবানের সেবা করার সুযোগ পায় । ভগবানের সেবা কাজ সম্পূর্ণ হওয়ার পূর্বে যদি কেউ দেহত্যাগ করে তবে পৱজন্মে সে আবার সংকুলে মনুষ্য জন্মলাভ করে তার অসম্পূর্ণ ভগবদ্ভুক্তিকে সম্পূর্ণ করে ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পায়। জড়জাগতিক স্তরে যে কোনাে কাজকর্ম যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না হয়, ততক্ষণ তার কোনাে তাৎপর্য থাকে না। কিন্তু অপ্রাকৃত কর্ম বা ভগবৎ-সেবা  চেতনা সম্পূর্ণ না হলেও তা বিফলে যায় না। তাই শ্রীকৃষ্ণ ভগবদ্‌গীতায় বলছেন ভক্তিযােগ অনুশীলন কখনাে ব্যর্থ হয় না এবং তার কোনাে ক্ষয় নেই। তার।  
স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে
 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ