Call

না চার্জার ফ্যানের মোটর গুলি সরাসরি কারেন্টের লাইন লাগালে জ্বলে যাবে। 

কেননা কারেন্ট ২৪০ ভোল্ট দেয় আর চার্জার ২৪০ কে কনভার্ট করে ৫-১২ ভোল্ট করে। 

মোটর ৫-১২ ভোল্ট এ চলে এর বেশী হলে জ্বলে যাবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Waruf

Call

না, চার্জার ফ্যান ডাইরেক্ট কারেন্টের লাইনে চলবেনা। কারন হচ্ছে চার্জার ফ্যানের মোটর ডিসি লাইনে চলে। আর কারেন্ট হচ্ছে এসি লাইন। এই কারনে চলবে না। কিন্তু এসি কে ডিসিতে কনভার্ট করে দিলে চলবে। কিন্তু আরও দুটো অসুবিধা আছে, তা হচ্ছে মোটর গুলো ১২ ভোল্টের উপযুক্ত। তাই কারেন্টের ২২০ ভোল্ট দিলে মোট পুড়ে যাবে। আর কোন রেগুলেটর দিয়া ভোল্ট কমিয়ে দিলে প্রবাহ এম্পিয়ারও খুবি কমে যাবে যে মোটর ঘুরবেনা। আর তাই মোটর কারেন্টে চালাতে হলে ১২ ভোল্ট এর একটি ট্রান্সফরমার ব্যবহার করতে হবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ