Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আসলে এই ফেমিকন পিল হলো স্বল্পমেয়াদি পিল যা মাসিকের সময় হতে খাওয়া শুরু করাকালিন সময়ে নিয়মিত এই পিল সেবন করাকালিন সময়ে নিজেদের ইচ্ছা অনুযায়ী যত ইচ্ছা মিলন করেন না কেনো এবং যোণিতে বীর্য ফেলেন না কেনো এতে প্রেগ্ন্যান্ট হবে না বা হতে পারবেন না।কিন্তু নিয়ম মেনেই পিল খেতে হবেই।

আপনি বললেন ফেমিকন ফিল সাদাগুলো ৫ দিন খাওয়ার পরে যদি বীর্য ভিতরে পেলি তাহলে কি সন্তান হওয়ার সম্ভাবনা আছে?

যদি আপনি এই পিল আপনার মাসিকের ২তম -৫তম দিনের মধ্যে যেকোণ দিনেই এই ফেমিকন পিল খাওয়া শুরু করেন এবং নিয়মিত ৫ দিনে ৫ টি খান আর এখন আজ নিজেদের ইচ্ছা মত যত খুসি মিলন করেন না কেনো এবং মিলনে বীর্যপাত যনিরে করেন না কেনো এতে প্রেগন্যান্সির সম্ভাবনা থাকবে না। তবে বাকি পিল গুলো নিয়মিত করে প্রতিদিন একই নিয়মে নিয়মিত করে খেতে হবে।, তাহলে আসা করি প্রেগন্যান্সির সম্ভাবনা থাকবে না ।       

কিভবে এই  ফেমিকন পিল খেতে হয় তার নিয়ম কানুন জানতে আমার এই উত্তর টি পড়ুন । 

আসা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আপনার কোণ সমস্যা হলে বা কোন কিছু জানার থাকলে আমাদের বিস্ময় আনসারে জানাবেন বা আমাকে কল করুন আসা করি আমি চেষ্টা করবো আপনাকে পরামর্শ দিয়ে সাহায্য করতে ।ধন্যবাদ বিস্ময়ের সাথেই থাকুন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ