প্রকৃত মুসলমান কে?

আব্দুল্লাহ ইবনে আমর রাযি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স) ইরশাদ করেছেন ; প্রকৃত মুসলমান সেই ব্যক্তি ,

যার জিহবা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে এবং

প্রকৃত মৃহাজির সেই ব্যক্তি যে আল্লাহ তায়ালার নিষিদ্ধ কাজ বর্জন করে ।

(বুখারী-১০.১১,৬৪৮৪, ইফা-৯ মুসলিম ৪০, ৪২ আহমদ ৬৭৬৫ হাদিসের শব্দাবলি বুখারীর ।

ফায়দা : ইসলাম থেকে মুসলিম শব্দটি নির্গত ,যার অর্থের মধ্যে শান্তি নিহিত রয়েছে । সুতরাং

যদি কোন ব্যক্তির দ্বারা অন্যের অশান্তি ঘটে ,যদি কোন মানুষ অপরের অনিষ্ট সাধন করে ,তবে তাকে প্রকৃত মুসলিম বলা যায় না ।

অনুরুপ ভাবে মুজাহির শব্দটি হিজরত থেকে নির্গত । যার অর্থ বর্জন করা ,পরিত্যাগ করা । সুতরাং

যদি কোন ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ বস্তু (গুনাহ) পরিত্যাগ না করে ,তবে তাকেও প্রকৃত মুহাজির বলা যায় না ।

(তোহফাতুল বারী শরহে সহীহ বুখারী )


শেয়ার করুন বন্ধুর সাথে