আমার গ্রামিন ৩জি মডেমে Limited service লেখা আসে কেন সবসময়? যখন শুধুমাত্র ২জি নেটওয়ার্ক সিলেক্ট করে দেই তখন নেটওয়ার্ক আসে এবং ২জি তে ঠিক-ঠাক নেট চলে, কিন্তু যখনই ৩জি সিলেক্ট করে দেই তখনই নেটওয়ার্কের জায়গায় নেটওয়ার্ক না এসে "Limited service" লেখা আসে। অন্যান্য সিম মডেমে লাগিয়ে দেখছি কিন্তু একই অবস্থা। সবাইকে অগ্রিম ধন্যবাদ
Share with your friends