Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনি বিবাহিত কিনা বলেননি, আপনার মাসিক নিয়মিত কি না বলেননি, তবে মাসিক হঠাৎ করেই বন্ধ হবার কয়েকটি কারণ থাকে বা মাসিক পিছিয়ে যাওয়ার কয়েকটি কারণ থাকে তাদের মধ্যে, ওজন বেড়ে যাওয়া, ভিটামিনের ও আয়রনের অভাব, রক্তস্বল্পতা, শারীরিক দুর্বলতা, ডিপ্রেশন, মানসিক দুশ্চিন্তা হতাশ হওয়া, এছাড়াও যোনি সংক্রান্ত সমস্যা এবং জরায়ুতে  সংক্রান্ত কোন সমস্যা থাকলে মাসিক এর নির্দিষ্ট সময় এতে কয়েক দিন পিছিয়ে যায় বা অনিয়মিত মাসিক হয়ে থাকে  সুতরাং আপনার মাসিক বন্ধের মূল কারণ জেনে নিতে হবে, যাইহোক বর্তমানে আপনি জিম করুন এবং পুষ্টিকর খাবার খান ভিটামিন আয়রন সমৃদ্ধ খাবার খাবেন প্রয়োজনে আয়রন ফলিক এসিড ট্যাবলেট খান আশা করি কয়েকদিনের মধ্যেই মাসিক হবে। যদি গত মাসের মাসিক শেষ হওয়ার পর, সেক্স না করেন।, আশা করি বুঝতে পারছেন, বিস্ময়ের সাথে থাকার জন্য ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ