• কুমিল্লার মানুষকে 'ইতর' বলার কারণঃ
  1. 'ইতর' শব্দের অর্থ 'সাধারণ'। কুমিল্লার মানুষেরা হয়তো খুবই 'সাধারণ' জীবনযাপন করে। সেজন্য হয়তো অন‍্য অঞ্চলের মানুষেরা তাদেরকে 'ইতর' বলে সম্বোধন করে।
  2. 'ইতর' শব্দের আরেক অর্থ 'কল্পিত নিম্নশ্রেণীভুক্ত লোক'। অন‍্য অঞ্চলের মানুষেরা হয়তো কল্পনাপ্রসূত হয়ে কুমিল্লার জনগণদের নিম্নশ্রেণীভুক্ত লোক মনে করে, সেজন্য হয়তো 'ইতর' বলে সম্বোধন করে।
  3. 'ইতর' শব্দের আরেক অর্থ 'অভদ্র'। অন‍্য অঞ্চলের কোনো অভদ্র মানুষের কাছে কুমিল্লার কোনো মানুষ অভদ্র (নিজের মতো) বলে মনে হলে, সেই অঞ্চলের অভদ্র মানুষটি হয়তো তখন রাগান্বিত হয়ে কুমিল্লার মানুষটিকে 'ইতর' বলে সম্বোধন করে। ধন্যবাদ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ