একটা গুগল একাউন্ট বা জিমেইল আইডিতে আমি কী কী একাউন্ট খুলেছি,, বা কী কী সেবা চালু করেছি সেটা আমি দেখবো কী ভাবে...?

আর সে সব একাউন্ট বা পরিসেবা ডিলিট করবো কী ভাবে...?



Share with your friends
baby boy

Call
ভাই, প্রথমত আপনাকে যেকোনো একটি ব্রাউজারে যেতে হবে।

আমি সচরাচর chrome browser use করি। তো ব্রাউজারে এসে [ myaccount.google.com ] লিখে সার্চ দিন।

তারপর যে অ্যাকাউন্টটির activity দেখতে চান, সেই অ্যাকাউন্টটি Gmail and password দিয়ে sign in করে নিবেন।


সাইন ইন থাকলে তো ভালোই। এরপর আপনি "home" দেখতে পাচ্ছেন

তার ডান পাশে পার্সোনাল ইনফো তার পাশে data and personalisation দেখতে পাচ্ছেন।


তো আপনাকে আরেকটু ডানপাশে স্ক্রল করে security অপশনে আসতে হবে।


সেখানে দেখতে পারবেন কোন কোন অ্যাপ ও ওয়েবসাইট গুলোতে আপনার জিমেইল ব্যাবহার করা হয়েছে।



" Recent security activity " অপশনে click করে দেখতে পারবেন কী কী change করা হয়েছে। কোন ডিভাইস এ সেটি পরিবর্তন হয় , সেটিও দেখতে পারবেন। 


ধন্যবাদ।


Talk Doctor Online in Bissoy App
Call

নিচের স্টেপ গুলো ফলো করুন।

1. প্রথমে গুগলে গিয়ে সার্চ দিন my activity

2. প্রথম সার্চ রেজাল্টে ক্লিক করুন।

3. এরপর জিমেইল দিয়ে সাইন ইন করুন।


আপনি যে জিমেইল দিয়ে সাইন ইন করবেন সেই জিমেইল দিয়ে কি কি করছেন সবকিছু দেখিয়ে দেবে।

Talk Doctor Online in Bissoy App