Saiyankhan

Call

ভাই এই দুনিয়াতে কত রকম যে মানুষ আছে বলে  শেষ করা যাবে না তারা কত কিছু যে করে আর ভাই অবশ্য অনেক ছেলে আছে  যারা নামায পড়ে অনেকে আছে  যারা কাজ বন্ধ করে ও আগে নামায আদায় করে ভাই আমি ও নামাজ পড়ি    

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RushaIslam

Call

হ্যা অবশ্যই নামাযি ছেলে মেয়ে উভয়েই আছে। আপনি শহরে বলেন গ্রামে বলেন সব জায়গায় এমনো ছেলে মেয়ে আছে যারা প্রতিনিয়ত ফ্যাশান বা রুপচর্চা করে মেয়েরা বিউটি পার্লার এ যায়।  ছেলেরা নতুন নতুন স্টাইল বা ফ্যাশান করতে সেলুনে যায় কিন্তু তারা কোন দিন মসজিদ এর বারান্দায় যায় নি বা এমনো ছেলে মেয়ে আছে যারা সূরা ফাতিহা জানে না (আমার নিজের চোখে দেখা) ।

কিন্তু এমন ছেলে মেয়েদের দিকে তাকিয়ে এটা বলা যাবে না যে এখন নামাযি ছেলে মেয়ে নাই। যারা নামায  আদায় করে তারা আজান শুনার পর পরেই নামাযের জন্য তৈরি হয়। মাদ্রাসার ছাত্রছাত্রী,কলেজের ছাত্রছাত্রী,স্কুলের ছাত্রছাত্রী, বিশ্ববিদ্যালয় এর ছাত্রছাত্রী, পৃথিবীর সকল মুসলিম যুবক  ছেলেমেয়েরাই নামায আদায় করে কিন্তু কোথাও কম বা বেশি এটাই পার্থক্য।  
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ