Waruf

Call

কোষের নানা বিপাক ক্রিয়ায় দেহে যেসকল বস্তু উৎপন্ন হয় তাদের মেটাবলিক পদার্থ বলা হয়। মেটাবলিক পদার্থ বেশিরভাগ বর্জ্য হিসাবে দেহ থেকে নিষ্কাষনের প্রয়োজন হয়। দেহ থেকে এই বর্জ্য পদার্থ নিষ্কাশনের কয়েকটি ব্যবস্থা আছে। এগুলোর মধ্য রেচনতন্ত্র অন্যতম। অর্থাৎ যেসকল বর্জ্য রক্তে দ্রবীভূত হয় সেগুলো কিডনী দ্বারা ছাকনের পর মূত্র হিসাবে দেহের বাইরে নির্গত হয়। এই বর্জ্যগুলোকে রেচন পদার্থ বলে। আর প্রক্রিয়াটিকে রেচন বলা হয়। কিন্তু যেহেতু এই পদার্থগুলো মেটাবলিক ও দেহের জন্য ক্ষতিকর ও অপ্রয়োজনীয় তাই এগুলো সহ সকল ক্ষতিকর বেটাবলিক পদার্থকে সম্মিলিতভাবে বর্জ্য বলে। যেমন হিন্দু, মুসলিম, খ্রিস্ট আলাদা জাতি হলেও সম্মিলিতভাবে আমরা সবাই মানুষ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ