RushaIslam

Call

এই রোগ বিভিন্ন ছত্রাক দ্বারা হতে পারে। যেমন- স্ক্লেরোসিয়াম রলফসি, ফুয়ারিয়াম স্পিসিস, ভার্টিকিলিয়াম স্পিসিস, রাইজোক্টোনিয়া স্পিসিস আবার ব্যাক্টিরিয়া দ্বারাও হতে পারে। যেমন-রলস্টনিয়া সোয়ানেসিয়েরাম । #জৈবিক নিয়ন্ত্রন-  ১) জৈব সার বেশি করে দিতে হবে।  ২) প্রতি ১০ শতক জমিতে ট্রাইকোডারমা ভিরিডি ২০০ গ্রাম ও ৫০০ গ্রাম জৈব সার মিশিয়ে ১৫ দিন রেখে তা ছড়ান।  #পরিচর্যামূলক নিয়ন্ত্রন-  ১) পন্থ সম্রাট জাতের বীজ চাষ করতে হবে।  ২) কপি জাতীয় ফসল পর্যায়ক্রমে চাষ করতে হবে।২-৩ বছর একই জাতিয় সবজি চাষ বন্ধ রাখতে হবে। ৩) জমি পরিস্কার রাখতে হবে।  #রাসায়নিক নিয়ন্ত্রন-  ১) কারবেনডাজিম ১ গ্রাম/লি , ক্যাপ্টান বা ম্যঙ্কোজেব ২.৫গ্রাম/লি জলে গুলে স্প্রে করুন ও মাটি ভালোভাবে ভিজিয়ে দিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ