ইন-শাহ-আল্লাহ চিন্তার কিছু নাই, ফলাফল চলে আসবে।

তবে এজাতীয় ভুল এড়িয়ে চলাই ভালো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

হ্যা অবশ্যই রেজাল্ট আসবে বা উক্ত খাতায় নাম্বার দিবে কেনো না আপনি লুজ সং্খ্যা না লিখলেও লুজ গুলো একত্রে ছিলো সেলাই করা এবং তা ক্রমান্বয়ে সাজিয়ে ছিলো সেক্ষেত্রে লুজ সং্খ্যা না লিখলেও  উক্ত খাতার নাম্বার পাবেন ও রেজাল্ট আসবে যদি বাকি খাতার ফলাফল এ পাশ আসে।

ধন্যবাদ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Waruf

Call

লুজ শিটের নাম্বার লেখা খুবই গুরুত্বপূর্ন এই কারনে যে, খাতা সেলাই না করলে, কোন কারনে সেলাই খুলে লুজশিট বিচ্ছিন্ন হলে, পরিবহন, টিসারের কাছে পাঠানো ইত্যাদি কারনে লুজ শিট ছিড়ে এলোমেলো হলে এই নাম্বার দেখে খাতা মিলানো হয়। নাম্বার না লেখা খাতায় এমন একসিডেন্ট ঘটার জন্য রেজাল্ট না আসলে আপনি কতৃপক্ষকে দাই করতে পারবেন না। এটাই হচ্ছে গুরুত্ব।

এখন উপরের কোন ঘটনা না ঘটলে, লুজশিট খাতার সাথে ঠিক ঠাক যুক্ত থাকলে সেক্ষেত্রে কোন সমস্যা নাই। রেজাল্ট আসবে। খাতা মূল্যায়িত হবে। তবে লেখার মান অনুযায়ী ফেল করলে তা আলাদা ব্যাপার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ