এ বিষয়ে ইসলামিক, বৈজ্ঞানিক, গবেষণালব্ধ বা গ্রহণযোগ‍্য ব‍্যাখ‍্যা কী?
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

ব্যাপারটা জটিল করে দিয়েছেন আপনি।  

স্বপ্নদোষ হলে তখন গোসল ফরজ, এখানে আলাদা

করে বলা হয় নি/বলার প্রয়োজন নেই যে তখন সহবাস

করা যাবে কি না গোসল না করে।

ব্যাপারটা এই যে,  স্বপ্নদোষ হলে তখন গোসল করে নিতে

হবে তবে যদি এমন হয় যে, গোসল ফরজ হওয়ার পর

মূর্হতে গোসল করতে যাবেন এমন সময় সহবাসের বাসনা

হলো তখন সহবাস করে তারপর গোসল করে নিতে হবে, গোসল

করে আসার পর সহবাস করে আবারোও গোসল করার মতো

এতো প্যাচানো আইন নাই। 

আপনি সরাসরি বলছেন যে, "স্বপ্নদোষের পর গোসল না করে স্ত্রী সহবাস করাকে ইসলাম নিরুৎসাহিত করে "

 এ কথা তো পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে এমন কিছু বলা হয় নি।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ