এ বিষয়ে ইসলামিক বা গ্রহণযোগ‍্য ব‍্যাখ‍্যা কী?
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে এমন কিছু বলা হয় নি।


যদি এমন হয় যে, আপনার  ঘরের উপরে একটা ফলবান

গাছ তাহলে কোনো সমস্যা নেই।

যদি এমন হয় যে খোলা আকাশের নিচে তাহলে স্বাভাবিক

ভাবেই পারিপার্শ্বিকতার কারণে করা যাবে না সেখানে

ফলবান গাছ থাকুক বা না থাকুক। 

নিজের একটা রুচি, সম্মান, গোপনীয়তা, স্ত্রীর সম্মতি ও 

দেশের আইন আর নিজের বিবেক বলে তো কিছু আছে

তাহলে এসব বিষয় বিবেচনা করে করতে হবে।

পার্কে বা যেখানে খুশি সেখানে আপনি এসব করতে 

পারবেন না, এ ব্যাপারে ইসলামিক আইনেও নিষেধাজ্ঞা

আছে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ