বেলুন রাবার জাতীয় পদার্থ। বেলুন ফোলানোর সময় এর স্বাভাবিক অবস্থার পরিবর্তন করা হয়, ফলে এর মধ্যে বিভবশক্তি(স্বাভাবিক অবস্থার পরিবর্তন করলে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে।)  তৈরি হয়।  এই বিভবশক্তি বেলুনের অভ্যান্তরীন বায়ুতে চাপ সৃষ্টি করে। যখন একটা ছোটো ছিদ্র করা হয় তখন বেলুনের অভ্যান্তরীন বায়ু উচ্চচাপের অঞ্চল থেকে নিন্মচাপের অঞ্চলের দিকে ধাবিত হয়।(এই প্রক্রিয়াকে নিঃসরণ বলে)। বায়ু বের হওয়ার সময় বায়ুমণ্ডলকে কিছুটা বল প্রয়োগ করে। এরই প্রতিক্রিয়া বল হিসেবে বেলুন বায়ু নিঃসরণের বিপরীত দিকে বল অনুভব করে।  তাই এটা সামনের দিকে বা এদিক ওদিক ছোটাছুটি করতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Waruf

Call

নিউটনের তৃতীয় সূত্র থেকে জানি যে, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত মূখী প্রতিক্রিয়া রয়েছে। বেলুন যখন ছিদ্র করে ছেড়ে দেন তখন ছিদ্র পথে ভেতরের বাতাস দ্রুতবেগে বাইরে চলে আসে, ফলে বাতার বাইরের দিকে গতিশীলতার জন্য একটি বল বা চাপের সৃষ্টি করে,  কাজেই এর বিপরীত দিকেও বাতাসের গতি সৃষ্টি হবে,কিন্তু এই বাতাস বেলুনের ভেতরে হওয়ায় বেলুন সহ সেই গতি অর্জন করে ছিদ্রের বিপরীর দিকে চলবে, এখন ছিদ্র যদি নিচের দিকে থাকে তবে বেলুন উপরের দিকে উঠবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ