Jamiar

Call

আসলে যদি কোন নারী প্রেগন্যান্ট হয় অর্থাৎ সে তার পেটে বাচ্চা ধরা পরেছে আল্ট্রাঃতে সেক্ষেত্রে তার মাসিক হবে না। মুল কথা হলো প্রেগন্যান্ট হলেই মাসিক বন্ধ থাকবে ডেলিভারি না হওয়া পর্যন্ত। এবং ডেলিভারি হলেই, ডেলিভারির ৪৫ দিনের মধ্যেই মাসিক হয়ে যাবে।

আর যদি কোন নারীর মাসিকের ডেট অভার হয়ে যায় এবং তার শরীরে প্রেগন্যান্সি যে লক্ষন গুলো আছে সেগুলো প্রকাশ পায় সেক্ষেত্রেও মাসিক বন্ধ থাকবে।এবং যদি সে প্রেগন্যান্ট হয়েছে নিশ্চিত হয় তাহলেও মাসিক বন্ধ থাকবে ডেলিভারি না হওয়া পর্যন্ত। অথবা যদি তার মাঝে প্রেগন্যান্সি লক্ষন দেখা গেলেও যদি হুট করেই কখনো মাসিকের ব্লাড যায় তাহলে তার প্রেগন্যান্ট হওয়ার কোন চাঞ্চ নেই

অর্থাৎ প্রেগন্যান্ট হলে মাসিক বন্ধ হয়।যদি সে প্রেগন্যান্ট হয়েও মাসিক হয় তাহলে বুঝবেন তার ভ্রন নষ্ট হয়েছে। আসা করি বুঝতে পারছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ