Jamiar

Call

আসলে পিরিয়ড দেরিতে হওয়া বা ৩/৬ মাস পর পর হওয়ার বেশ কিছু কারন থাকে।তবে আপনার পিরিয়ড অনিয়মিত আর এই অনিয়মিত মিন্সের কারন বা পিরিয়ড দেরিতে হওয়ার কারন হলো

  • ওভারিয়ান সিস্ট হলে।
  • হরমোনাল কারনে।
  • pcos হলে।
  • রক্তাল্পতা কারনে।
  • দির্ঘদিন পিল সেবনের কারনে।
  • অতিরিক্ত মেদ/ওজন বাড়লে।

এছাড়াও শারীরিক ও মানুসিকতার কারনেও এরকম হতে পারে তবে সঠিক কারন না জেনে সুনে কোন রকম ঔষধ খাবেন না। তাই প্রথমত একজন গাইনি ডাক্তারের কাছে যান ও প্রয়োজনীয় কিছু টেস্টের মাধ্যমে আপনার মুল সমস্যা জেনে নিয়ে চিকিৎসা নিবেন।আসা করি সুস্থ্য থাকবেন।ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ