Jamiar

Call

হ্যা অনেক ক্ষতি আছে এই এনালা সেক্সে বা পায়ুপথে মিলনে  আসলে এই  এনাল সেক্স অর্থাৎ পায়ু পথে সেক্স করা ক্ষতি কর যা আপনি বছরে ১ বার করেন বা ৫ বছরের পর ১/২ বার এনাল সেক্স করেন না কেনো তা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবেই । তাছাড়া পায়ু পথে মিলন করা ইসলামে নিশেধ করা হয়েছে।

আসলে এনাল সেক্স অনেক ঝুঁকিপূর্ণ হয়৷ ভুলভাবে এধরনের সঙ্গম বিভিন্ন রোগের কারণ হতে পারে৷ পায়ুপথে সঙ্গমে এইচআইভি সংক্রমণের শঙ্কা সবচেয়ে বেশি৷ স্বাভাবিক সঙ্গমের তুলনায় এই শঙ্কা ত্রিশ শতাংশ বেশি৷

পায়ুপথে সঙ্গম হিউম্যান পাপি লোমাভাইরাস (এইচপিভি), যা যৌনাঙ্গে ক্যানসারের কারণ হতে পারে, ছড়ানোর অন্যতম কারণ৷ হিপাটাইটিস, পারপিসের শঙ্কাও রয়েছে৷

পায়ুপথের মাসেল এবং টিস্যুগুলো সঙ্গমের জন্য প্রস্তুত নয়৷ তাই পিচ্ছিল করার জেল ব্যবহারের পরও অনেক সময় সেখানকার মাসেল বা টিস্যু ছিঁড়ে যায়৷ জোর করে এধরনের সঙ্গমের পর মলত্যাগ কঠিন হয়ে পড়তে পারে৷

তাছাড়া পায়ুপথ বা মলদ্বার ব্যাকটেরিয়ায় পূর্ণ থাকে৷ তাই এধরনের সঙ্গমের ফলে একজনের দেহ থেকে আরেকজনের দেহে ব্যাকটেরিয়া সংক্রমণের সুযোগ থাকে৷ এনাল সেক্সের পর কোন ধরনের রক্তপাত বা শারীরিক জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরনাপন্ন হওয়া জরুরী৷ কাজেই এসব বাজে কাজ করা থেকে বিরত থাকবেন।
আসা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আপনার কোণ সমস্যা হলে বা কোন কিছু জানার থাকলে আমাদের বিস্ময় আনসারে জানাবেন বা আমাকে কল করুন আসা করি আমি চেষ্টা করবো আপনাকে পরামর্শ দিয়ে সাহায্য করতে ।ধন্যবাদ বিস্ময়ের সাথেই থাকুন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ