আমারটা দেয়া হলো:

★সত‍্যের বার্তাঃ
যত দিন থেকে যাবে অবণী,
সতত প্রচার করবে সত্যের বাণী।
যত করবে তত বাড়বে চাঁদনী,
ফুলের চেয়েও কোমল হবে হৃদয়খানি।
সতত হয়ে যাবে সত্যের জয়,
সরল মনে নেইকো কোনো ভয়।
সতত মিথ্যা করে মাথা নত,
আজীবন সত্যের তরে করবে ব্রত।
সত্য-লড়াই করে হবে তুমি বীর,
উঁচু থাকবে সদা তোমারি শির।
প্রচার করে যাও সত্যের বার্তা,
যত করবে তত বাড়বে দত্তলতা।

শেয়ার করুন বন্ধুর সাথে

       সত্য-মিথ্যা পরিস্থিতি যাই হোক, বলা উচিত সত্য মানব থেকে মানবী সবার এটি কর্তব্য সত্য বলতে পারবে না, তুমি যখন মিথ্যাচারে আটকে যাবে যে কখন। মিথ্যা বলে পেলে ধন-দৌলত সম্মান হারাবে তারই বদ-দৌলত ভালো লাগবেই তখনই তোমার  যখন সত্যতে বাঁচবে আরেক জনার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

তারা তো অনেক ভালো
সত্য যারা বলে
মিথ্যার কোন ধার ধারে না
সত্য নিয়েই চলে ।
সত্য বলে সত্য করে
সত্য তাঁদের সব
সত্য পথে চলেন বলে
খুশি মহান রব ।
সত্যে পথে চলে যারা
পরাজিত হয় না তারা;
সত্য পথের পথিক দলের
নেইতো কোন ভয়
সত্য-মিথ্যার দ্বন্দ্বে শেষে
সত্যেরই জয় হয় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ