চাকরির পরীক্ষার এডমিট কাডে ইংরেজীতে কিছু instructions দেওয়া আছে সেগুলোর বাংলা জানতে চাই। সেগুলোর  বাংলা মিনিং জানতে পারলে অনেক হতো। দয়া করে।তাড়াতাড়ি একটু সাহায্য করুন


Share with your friends
talukdernbt

Call

১. আপনাকে অবশ্যই কার্ডটি  পরীক্ষার সময় সঙ্গে নিয়ে আসতে হবে এবং কক্ষ পরিদর্শককে দেখাতে হবে।  ভবিষ্যত প্রয়োজনের জন্য কার্ডটি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।

২.  প্রোগ্রাম করা যায়  এমন ক্যালকুলেটর, মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইসের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

৩. পরীক্ষার্থী পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে।

৪. লিখিত পরীক্ষা দেওয়ার জন্য ভ্রমণভাতা (টিএ/ডিএ) দেওয়া হবে না।

৫. পরীক্ষার হলে অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । 

Talk Doctor Online in Bissoy App