SEO কি এবং SEO কেন গুরুত্বপূর্ণ??

এসইও কি?

ইংরেজি শব্দ SEO-এর পূর্ন রুপ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization) যা সার্চ ইঞ্জিনের কিছু সুনিয়ন্ত্রিত ও পরিকল্পিত নিয়ম বা পদ্ধতি। যে সব নিয়মগুলো যথাযথ প্রয়োগ করে আপনি আপনার কাঙ্ক্ষিত website টিকে সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজের প্রথম দিকে দেখাতে পারবেন। SERPs- তে প্রথম দিকে আপনার website টিকে দেখানোই SEO-এর মূল উদ্দেশ্য।

এসইও গুরুত্বপূর্ণ কেন ?? 


সার্চ ইঞ্জিন তৈরি হয়েছে মূলত ইউজারদের অনুসন্ধানের সঠিক তথ্য দেওয়ার জন্য।আর এসইও (SEO) সেই তথ্যকে সার্চ ইঞ্জিন উপযোগী করে তোলে। SEO-এর মাধ্যমে আমরা বুঝতে পারি সার্চ ইঞ্জিনে ইউজাররা কী তথ্য খুঁজছে,কী ধরনের সমস্যার সমাধান চায়,কী ধরনের কী-ওয়ার্ড ব্যবহার করছে এবং কী ধরনের কন্টেন্ট তারা চায়। এসইও(SEO) এর মাধ্যমে আমরা সহজেই ইউজারদের এসব সমস্যার সমাধান দিতে পারি। পাশাপাশি কিভাবে সার্চ ইঞ্জিন website এর কন্টেন্ট ক্রল,ইনডেক্স এবং Ranking করে তা জানতে পারবেন।


Share with your friends