আমি ssc পরিক্ষায় optional subject উচ্চতর গনিত নিয়েছিলাম।কিন্তু কলেজে আমি optional subject কম্পিউটার চাচ্ছি এখন কি আমি এটা নিতে পারব।এবং কম্পিউটার বিষয় নিলে hsc এর পর computer seience & engeneering নিয়ে পরতে পারব??


Share with your friends
Call

কম্পিউটার সাবজেক্ট অপশনাল হিসেবে এখন আর দেওয়া হয় না কারণ এখন আইসিটি সাবজেক্ট যুক্ত হয়েছে। তবে CSE পড়ার জন্য কম্পিউটার সাবজেক্ট দিয়ে কিছু হবে না, উচ্চতর গণিত লাগবে। সাধারণত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে এডমিশনের সময় উচ্চতর গণিত বাধ্যতামূলক করে দেয়। 

Talk Doctor Online in Bissoy App