আর ফোন বা ক্যামেরা দিয়ে ছবি তোলে তা ফোনে বা মেমোরিতে স্মৃতি হিসেবে সংরক্ষণ করাও কি পাপ???যদি পাপ হয়ে থাকে তাহলে ঠিক কেন পাপ?দলীলসহ যুক্তিসংগত উত্তরের আশা করছি.....।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

স্মৃতি হিসেবে ছবি ঘরে রাখা ঠিক নয়।যে ঘরের দেয়ালে অথবা বেড়ায় ছবি টাঙানো থাকে সে ঘরে রহমতের কোন ফেরেস্তা প্রবেশ করেননা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
আপনার প্রশ্ন এর উত্তর পেতে এখানেক্লিক করুন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এ সম্পর্কে দলিল আমার কাছে নেই তবে আমি শুনেছি অপ্রয়োজনিয় ছবি তোলা হারাম। আর ঘরে ছবি রাখলে নামাজ হয় না এবং রহমতের ফেরেশতা আসে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call


ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺍﻟﺮﺣﻴﻢ

→ফটো তোলা কোন ভাল কাজ নয়। এতে কোন সন্দেহ

 নেই। তবে কিছু ছবি আছে পরিস্কার হারাম ও নাজায়েজ। 

যেমন:- ছবি আঁকা, যাদের দেখা জায়েজ নয়, তাদের ছবি তোলা।

★কিন্তু বর্তমান ডিজিটাল ক্যামেরায় ছবি তোলা,

 কম্পিউটার ও মোবাইল মেমোরিতে সংরক্ষিত ছবির

 ব্যপারে কিছুটা মতভেদ আছে। অনেক বিশেষজ্ঞের মতেই এটি হারাম। তবে কিছু কিছু বিশেষজ্ঞের মতে তা জায়েজ।

কিন্তু এটিও যে অনুত্তম এতে কারো কোন দ্বিমত নেই।

তাই অহেতুক ডিজিটাল ক্যামেরায়ও ছবি তোলা থেকে

 বিরত থাকা উচিত।


এ সম্বন্ধ্যে দলিলসমূহঃ-

ﻓﻰ ﺗﻔﺴﻴﺮ ﺁﻳﺎﺕ ﺍﻷﺣﻜﺎﻡ -ﻓﺈﻃﻼﻕ ﺍﻹﺑﺎﺣﺔ ﻓﻲ ﺍﻟﺘﺼﻮﻳﺮ

ﺍﻟﻔﻮﺗﻮﻏﺮﺍﻓﻲ ، ﻭﺃﻧﻪ ﻟﻴﺲ ﺑﺘﺼﻮﻳﺮ ﻭﺇﻧﻤﺎ ﻫﻮ ﺣﺒﺲ ﻟﻠﻈﻞّ ، ﻣﻤﺎ ﻻ

ﻳﻨﺒﻐﻲ ﺃﻥ ﻳﻘﺎﻝ ، ﺑﻞ ﻳﻘﺘﺼﺮ ﻓﻴﻪ ﻋﻠﻰ ﺣﺪ ﺍﻟﻀﺮﻭﺭﺓ ،

 ‏(ﺗﻔﺴﻴﺮ ﺁﻳﺎﺕ

ﺍﻷﺣﻜﺎﻡ- 2/30

ﻭﻓﻰ ﻓﺘﺎﻭﻯ ﺍﻟﺸﻴﺦ ﻋﺒﺪ ﺍﻟﺮﺯﺍﻕ ﻋﻔﻴﻔﻲ - ﺍﻣﺎ ﺍﻟﺘﺼﻮﻳﺮ ﺍﻟﺸﻤﺴﻰ

ﻟﺬﻭﺍﺕ ﺍﻷﺭﻭﺍﺡ ﻓﻬﻮ ﻣﺤﺮﻡ ﻭﻣﻤﻨﻮﻉ ﻻﻥ ﻓﻴﻪ ﻣﻀﺎﻫﺎﻥ ﻟﺨﻠﻖ ﺍﻟﻠﻪ

ﻭﻻﻥ ﻓﺎﻋﻠﻪ ﻣﻦ ﺍﻇﻠﻢ ﺍﻟﻨﺎﺱ ﻭﻻﻧﻪ ﻳﻤﻨﻊ ﻣﻦ ﺩﺧﻮﻝ ﻣﻼﺋﻜﺔ ﺍﻟﺮﺣﻤﺔ

ﻭﺍﻟﺒﺮﻛﺔ ﺍﻟﻰ ﺍﻟﻤﻜﺎﻥ ﺍﻟﺬﻱ ﺗﻜﻮﻥ ﺑﻪ ﻫﺬﻩ ﺍﻟﺼﻮﺭ ﻭﻻﻥ ﺗﺼﻮﻳﺮ ﺫﻭﺍﺕ

ﺍﻷﺭﻭﺍﺡ ﻣﻦ ﺍﻟﻤﻌﻈﻤﻴﻦ ﻛﺎﻷﻣﺮﺍﺀ ﻭﺍﻟﻌﻠﻤﺎﺀ ﻭﻧﺤﻮﻫﻢ ﻫﻮ ﺫﺭﻳﻌﺔ ﻭﺳﺒﺐ

ﻭﻭﺳﻴﻠﺔ ﻟﻠﺸﺮﻙ ‏( ﻓﺘﺎﻭﻯ ﺍﻟﺸﻴﺦ ﻋﺒﺪ ﺍﻟﺮﺯﺍﻕ ﻋﻘﻴﻔﻰ - 1/305

ﻭﺍﻟﻠﻪ ﺍﻋﻠﻢ ﺑﺎﻟﺼﻮﺍﺏ.


উত্তর দিয়েছেন মুফতি আলিম উদ্দিন দুলাল সাহেব

বাহুবলি, সিলেট। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ