Jamiar

Call

না ওনি প্রেগন্যান্ট না।আসলে সাদা স্রাব যায় বেশ কিছু কারন বয়স সো এটি প্রেগন্যান্সি লক্ষন নয়। যেহেতু ইমার্জেন্সি পিল খেয়েছে সেক্ষেত্রে প্রেগন্যান্ট হবেন না।

আর সাদা স্রাব এর জন্য অবশ্যই চিকিৎসা নেওয়াতে পারেন।

ধন্যবাদ। 

আমার সদ্য বিবাহিত স্ত্রীর ৫ তারিখ মাসিক হয় আর ১১ তারিখ শেষ হয় তারপর ১৩ তারিখ রাতে কনডম পরে মিলন করার সময় যৌনিমুখে কনডম ফেটে যায়, বীর্য সম্পুর্ণ যৌনির বাহিরে গেলেও হালকা কামরস যৌনিতে গেছে সন্দেহ হয় তারপর ১৮ ঘন্টা পরে ইমকন-১ ইমার্জেন্সি পিল খাওয়াই, এর ৭ দিন পর হালকা হালকা ব্লিডিং হয়েছে ৩ দিন এবং ১ দিন নিপলে ব্যথা ছিলো হালকা কখনো গাঢ়লাল , কখনো বাদামী কখনো কালচে লাল.. এটা কি মাসিক এবং এখন কি প্রেগন্যান্ট হবার ভয় বা সম্ভাবনা রয়েছে?

Talk Doctor Online in Bissoy App