আমি HSC 1st year এর বানিজ্য বিভাগের ছাত্র। আমার চতুর্থ বিষয় কৃষি আছে। এই কৃষির থাকার কারনে ভবিৎসতে আমি কি কোনো সমস্যায় পড়তে পারি?
আমার কলেজে পরিসংখ্যান এবং কৃষি দুটাই 4th subject আছে।
আমার ৪র্থ বিষয় কৃষির কারনে ভার্সিটি তে বা অন্য কোনো কলেজে চান্স নিতে কি কোনো সমস্য হবে? দয়া করে বলবেন আমার জন্য কোনটা ভাল হবে।

Share with your friends

বানিজ্য বিভাগের ছাত্র হলে আপনার উচিত হবে চতুর্থ বিষয় হিসেবে অর্থনীতি কিংবা পরিসংখ্যান বিষয়টি নেয়া সবচেয়ে ভালো হবে।

যেহেতু আপনাদের কলেজে পরিসংখ্যান বিষয়টু রয়েছে সুতরাং আপনি পরিসংখ্যান বিষয়টি নেন। এতে আপনার ভবিশ্যৎ ক্যারিয়ারের জন্য মঙ্গলজনক হবে।

Talk Doctor Online in Bissoy App