দশম শ্রেণির রসায়ন বইয়ের ১৫১ পৃষ্ঠায় জারণ বিজারণ বিক্রিয়ায় NaCl এর আগে ‌‌‌‌‌‌তিনটা সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই ‌‌‌‌‌‌তিনটা সমান চিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে???


Share with your friends
Call

 আমরা জানি, কোনো রাসায়নিক বিক্রিয়াকে বর্ণনা করতে বিক্রিয়ার বিক্রিয়ক ও উৎপাদসমূহের মাঝে তীর চিহ্ন(→) ও বিক্রিয়ার উভয় পাশ সমতাকৃত (balanced) হলে সমান (=) চিহ্ন ব্যবহার করা যায়। রাসায়নিক সমীকরণের মধ্যে Na+Cl → NaCl - এ সমীকরণটি একটি অভেদ। আর অভেদ নামক বিশেষ প্রকার সমীকরণের ডান ও বাম পক্ষের মাঝে তিনটি সমান চিহ্ন ব্যবহার করা হয়। জেনারেল ম্যাথ বইয়ের ৯৪ পৃষ্ঠায় সুস্পষ্টভাবে এটি উল্লেখ আছে।  তবে, বিক্রিয়াটি বর্ণনা করার প্রকৃষ্ট রূপ হলো- 

2Na (s) + Cl2(g)  = 2 NaCl (s)।  

Talk Doctor Online in Bissoy App