আপনার ফোনটিকে সফটওয়্যার মারতে হবে। সফটওয়্যার মারলেই আপনার ফোন আগের মতো হয়ে যাবে যেমনটি ছিল নতুন অবস্থায়। 

Talk Doctor Online in Bissoy App

মাঝে মাঝে এমনটা অনেক ফোনেই হয়ে থাকে।এর জন্য রিসেট দিয়ে আপনার মূল্যবান ডাটা হারানোর দরকার নেই।হয়তো বা যে এপস আপনি ইনস্টল করছেন,ঠিক ঐ নামের কোন এপস আগে থেকেই ইনস্টল আছে।ঐ এপস টা আনইনস্টল করে আবার চেষ্টা করুন।যদি না হয়,তবে কিছু এপস আনইনস্টল করে ফোন রিবুট/রিস্টার্ট করে দেখুন,,,মনে হয় হবে।না হলে জানাবেন...ধন্যবাদ

Talk Doctor Online in Bissoy App

আপনি আপনার মোবাইল আপডেট দিন ঠিক হয়ে যাবে। এমন আমারো হয়েছিল  আপডেট দিয়েছি ঠিক হয়ে গিয়েছে। আপডেট দিতে about >ডাউনলোড ম্যানুয়ালি  তে গিয়ে আপডেট দিবেন দেখবেন ভালো হয়ে গেছে।

Talk Doctor Online in Bissoy App