clash of clan এ সকল troops এর সঠিক ব্যবহার কি ভাবে করব? আর ভিলেজের সকল উপকরনের নাম, এদের কাজ এবং কিভাবে এদের সাজাব? বি.দ্র : আমার একটা 5 লেভেলের ভিলেজ আছে। তাই আমি মোটামুটি বুঝি। কিন্তু সর্বোচ্ছ একটা উত্তর চাই। ধন্যবাদ
Share with your friends

এটি মূলত একটি কৌশলগত গেম। গেমাররা শুরুতেই একটি গ্রাম পায়। গ্রামে বিভিন্ন ধরণের ঘর থাকে, বিভিন্ন স্থাপনা থাকে। গেমারদের কাজ হলো এই গ্রামটিকে আপগ্রেড বা উন্নয়ন করা। গেমাররা অন্য গেমারদের গ্রামকে আক্রমণ করে স্বর্ণ এবং এলিক্সার আনতে পারে। এছাড়া এ গেম এ বিভিন্ন ক্ল্যান থাকে এসব ক্ল্যান দুই বা ততোধিক গেমারদের গ্রামটি নিয়ে গঠিত। এসব ক্ল্যানের প্রধান হল নেতা। আর ক্ল্যান গুলোতে আরো থাকে যথাক্রমে সহনেতা, অগ্রজ ও সদস্য। গেমার রা ইচ্ছা করলেই এসব ক্ল্যান পরিবর্তন করে অন্য ক্ল্যানে যেতে পারে অথবা নতুন ক্ল্যান তৈরী করতে পারে। এই গেমের সবচেয়ে মজার বিষয় হচ্ছে ক্ল্যান যুদ্ধ। এক ক্ল্যান অপর ক্ল্যানের সাথে যুদ্ধ করতে পারে। এ গেম বিভিন্ন গ্রামকে আক্রমণ ও যুদ্ধ করতে লাগে বিভিন্ন ধরণের সৈন্য। সৈন্য গুলো হল বারবারিয়ান, অরচার, জায়ান্ট, গবলিন, ওয়াল ব্রেকার, বেলুন, ওইজার্ড, হিলার, ড্রাগন, পেক্কা, মিনিয়ন, হগ, ভাল্কিরি, গোলেম, উইচ, লাভা হাউন্ড। এছাড়া আক্রমণ ও যুদ্ধের সুবিধার জন্য রয়েছে বিভিন্ন ধরণের মিশ্রণ বা পোশন। সম্পদ এই খেলার সম্পদসমূহ হলো: রত্ন, স্বর্ণ, এলিক্সর এবং ডার্ক এলিক্সর। রত্ন নতুন খেলোয়াড়দের ৫০০ রত্ন বিনামূল্যে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন মিশন সম্পন্ন করলে কিংবা গ্রামের ঝোপ, গাছ, পাথর ইত্যাদি সরালেও বিভিন্ন সংখ্যক রত্ন উপহার দেওয়া হয়। এটিই এ গেমের প্রধান সম্পদ। এটি দিয়ে অন্যান্য যেকোনো সম্পদ ক্রয় করা বা কোনো কিছুর হালানাগাদ ত্বরান্বিত করা যায়। স্বর্ণ স্বর্ণ সাধারণত স্বর্ণ সংগ্রহকারী ও অন্যদের আক্রমণ করে অর্জন করা যায়। এটি নির্দিষ্ট কিছু অস্ত্র, স্থাপনা, সৌন্দর্যবর্ধক জিনিস ক্রয় করতে ও সেগুলোর উন্নতিসাধন অর্থাৎ আপগ্রেড করতে ব্যাবহার করা হয়। এছাড়া স্বর্ণ মাইন নামে একটি মেশিন আছে য়ার মাধ্যমে স্বর্ণ সংগ্রহ করে তা স্বর্ণ স্টোরেজ এ সংগ্রহ করে রাখতে হয় ৷ এলিক্সর এলিক্সরও সংগ্রহকারী ও অন্য কাউকে আক্রমণ করার সাহায্যে অর্জন করা যায়। এলিক্সর দিয়ে সৈন্যদের ক্ষমতা বৃদ্ধি, নির্দিষ্ট কাঠামোর উন্নয়ন (আপগ্রেড) এবং নানান জিনিস ক্রয় করা যায়। ডার্ক এলিক্সর সাধারণ এলিক্সর থেকে মূল্যবান ও দুষ্প্রাপ্য। এটি ব্যবহার করে বিশেষ সৈন্যদের ক্রয় ও তাদের উন্নতিসাধনে ব্যবহার করা হয়। সূএ:উইকিপিডিয়া

Talk Doctor Online in Bissoy App
pkRasel

Call

অাপনার প্রশ্ন পড়ে বুঝলাম অাপনি মুটামুটি খেলা পারেন,

তবে অাপনি জানতে চাই troops এর সঠিক ব্যবহার,

এটার বিবরন অনেক বড়,

তাই অাপনাকে কিছু দিক নিদের্শনা দিয়ে অাপনি

ফুরি পুরি বুঝে উঠবেন,

অাপনি ভাল কোন ক্লেন এ খেলেন,

এবং অাপনার ক্লেন এর সিনিওর ভাই এর এটাক্ট দেখেন

কোন টোপস কিভাবে ছাড়ে,

অার সব টোপসেরর নাম গেমের মধ্যে পাবেন,

অাপনার যে বেস ভাল লাগে স্কিন করে রাখেন

এবং দেখে দেখে নিজে সাজাতে চেষ্টা করেন এতে

অাপনার এক্সপাঅানস বাড়বে,

অামি এই গেমটা খেলি, 

অামার টাওন হল ৯ max,

অাশা করি এভাবে খেললে অাপনি অনেক ভাল খেলয়ার হতে 

পারবেন।ধন্যবাদ

Talk Doctor Online in Bissoy App