আমার এক বন্ধুর বয়স ১৭ বছর। তারমুখে সপ্তাহের ৭ দিন এবং দিনে ২৪ ঘন্টাই তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। কিন্তু সে প্রতিদিনই ২ বার মুখ ব্রাশ করে, সে ধুমপান-মাদক এগুলো কিচ্ছুই করেনা। তারপরেও এরকম গন্ধ, আসলেই তা খুব যন্ত্রণাদায়ক। এখন সে কী করলে এ থেকে পরিত্রাণ পাবে, প্লিজ বলেন।
শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

আপনার বন্ধুর জন্য পরামর্শ, যেহেতু দুই ব্রাশ

ও ধুমপান না করে ও সমাধান হচ্ছেনা।

- ঘন ঘন পানি বা অন্য কোনো তরল পানীয় পান করুন। এতে কিছু খাবারের কণা ধুয়ে

যাবে। দুর্গন্ধ সৃষ্টিকারী গ্যাস ধুয়ে যাবে। মুখ পরিষ্কার থাকবে।

- মুখের লালা, খাদ্যকণা, জীবাণু ও দুর্গন্ধ সৃষ্টিকারী গ্যাস ধুয়ে-মুছে পরিষ্কার

করতে সহায়তা করে। মুখে লালা তৈরি করতে লবঙ্গ, আদা, চুইংগাম (চিনিমুক্ত হলে

ভালো) ইত্যাদি চিবোতে পারেন।

- বাইরে লোকসমাগমে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ, রসুন ইত্যাদি খাবার পরিহার

করুন।

- ধূমপান ও মদ্যপান পরিহার করুন।

- নিয়মিত মুখ ও দাঁতের চেকআপ করুন।

- দাঁত ও মাড়ির ইনফেকশন, সাইনোসাইটিস, টনসিলাইটিস, শ্বাসনালির ইনফেকশন,

ফুসফুসের ইনফেকশন, লিভারের অসুখ, ডায়াবেটিসের জটিলতা—এসবের কোনোটির

কারণে মুখে দুর্গন্ধ হয়ে থাকলে তার চিকিৎসা

 নিন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ