Call

আমাদের পৃথিবির মহার্কষন শক্তির একটা নিদৃষ্ট সীমা আছে।সাধারন কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীর মহাকর্ষ শক্তির বাহিরে রাখা হয়।যাকে আমরা মহাশুন্য বলে জানি।এখানে কোন আর্কষন শক্তি কাজ করে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
পৃথিবীর মধ্যাকর্ষের একটা সীমা আছে।ভু-পৃষ্ঠ  থেকে যত উপরে যাবেন আকর্ষন বল তত কমতে থাকবে...একটা সময় দেখা যাবে একেবারেই কোন আকর্ষন বল নাই..
আবার আরও উপরে গেলে তখন চন্দ্র বা অন্য কোন গ্রহের আকর্ষন বল শুরু হয়ে যাবে। 

সাধারণত  এই মাঝামাঝি অংশটাতেই কৃত্তিম উপগ্রহ স্থাপন করা হয়।  
যতটুকু মনে পড়ে এই আকর্ষন বিহীন অংশটাকে জিরো পয়েন্ট বা জিরো অরবিট বলে।
 
বি:দ্র: আপনি জুল ভার্নের লেখা "চাঁদে অভিযান" বইটা পড়তে পাড়েন।মজার কিছু তথ্য জানতে পারবেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ