আমি  এস.এস.সি  পাস ২০০৯ সালে( ৪.৩১) বিজ্ঞান বিভাগ এবং  এইচ.এস.সি  ২০১৩ সালে(৩.৫০) বিজ্ঞান বিভাগ।তারপরে আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে CSE তে ভর্তি হই।বর্তমানে আমি সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে পড়ি। আমার লেখাপড়া প্রায় দুই বছর শেষ।কিন্তু বর্তমানে আর্থিক সমস্যার কারনে  আমার অত্র বিশ্ববিদ্যালয়ে পড়া সম্ভব হচ্ছে না।গত দুই বছর আমাকে অনেক কষ্ট করে পড়ালেখা চালাতে হয়েছে।একটি পার্ট টাইম চাকরি করতাম।যার জন্য আমি কয়েকটা পরীক্ষা ও দিতে পারিনি।তারপরে বর্তমানে পারিবারিক অসুবিধার কারনে আমার পক্ষে অত্র বিশ্ববিদ্যালয়ে পড়া আর হচ্ছে না।কিন্তু আমার পড়ালেখা করার অনেক ইচ্ছা।আমার বর্তমান বয়স ২৪ বছর ২ মাস। এমতবস্থায় আমি কি করতে পারি।একজন আমাকে পরামর্শ  দিছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট ডিগ্রী পড়তে।এখন প্রাইভেট ডিগ্রীর মান কেমন তা আমি জানি না।তাই আমার প্রশ্ন হচ্ছে প্রাইভেট ডিগ্রীর কোন মান আছে কি? থাকলেও কতটুকু?  প্রাইভেট ডিগ্রী পড়ে আমি কি কোন সরকারী  চাকরি করতে পারবো? সবশেষে আমি কি প্রাইভেট ডিগ্রী পড়লে ভাল হবে নাকি অন্য কিছু করলে ভাল হবে?



শেয়ার করুন বন্ধুর সাথে