আমি W-FI সংযোগ নিতে চাই(pcব্যবহারকারী).আমার কি কি লাবে(আমার কোন রাউটার বা অন্য কিছুই নাই) এবং এইসব এর  মোট খরচ ত জানতে চাই।


Share with your friends
Yakub Ali

Call

আপনি একা শুধু পিসিতে চালালে কানেকশন ফি আর মাসিক বিল ছাড়া আর কিছুই লাগবেনা। প্রথম মাসে 1500 টাকা লাগবে।

পরের মাস থেকে 500 টাকা হলেই হবে।


যদি মোবাইল ও পিসি/ ও একাধিক জন

ব্যবহার করতে চান তাহলে


 একটা রাউটার কিনবেন।

150mbps 1300  টাকা নিবে, 300mbps

1700 থেকে 2500 টাকা নিবে।


সংযোগ ফি 1000 টাকা।


মাসিক বিল আপনার ক্রয়কৃত প্যাকেজের

উপর নির্ভর করবে।


রাউটার====1300

সংযোগ====1000

বিল নিম্ন====500

========সর্বনিম্ন মোট 2800 থেকে

তিন হাজার টাকা লাগবে।


1000 হাজার টাকার প্যাকেজ নিলে 4/5 জন

মিলে আনলিমিটেড চালাতে পারবেন।


বিস্তারিত আপনার নিকটস্থ ওয়াইফাই

কোম্পানির সাথে যোগাযোগ করুন।


অথবা যারা ওয়াইফাই ব্যবহার করে তাদের

সাথে যোগাযোগ করুন।


বিঃদঃ অনেক কোম্পানি ফ্রি কানেকশন দেয়।

Talk Doctor Online in Bissoy App